ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হলো ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর। অভিষেকে মাঠে নেমেই ক্রিকেট বিশ্বের নজর কাড়লেন এই ১৪ বছর বয়সি ক্রিকেটার। এদিন তার দল না জিতলেও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) জয়পুরের মানসিং স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস। এদিন লখনৌর দেওয়া ১৮০ রান তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী ও জশ্বশ্রী জয়শাল। তবে শেষ পর্যন্ত ১৭৮ রানে আটকে যায় রাজস্থান। এতে ২ রানে হারে সূর্যবংশীর রাজস্থান।
তবে এদিন ম্যাচ হারলেও বেশকিছু ইতিবাচক রেকর্ড গড়েছেন সূর্যবংশী।
রেকর্ড নম্বর ১
আইপিএলে সবচেয়ে কম ১৪ বছর ২৩ দিন বয়সে অভিষেকের রেকর্ড এখন সূর্যবংশীর। পেছনে ফেলেছেন ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিনে নামা প্রয়াস রয় বর্মণকে।
রেকর্ড নম্বর ২
অভিষেকে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছয় মেরেছেন বৈভব সূর্যবংশী। ভারতের হয়ে ৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শার্দুল ঠাকুরের বলে দৃষ্টি নন্দন শটে কভারের ওপর দিয়ে বল মাঠ ছাড়া করেন তিনি।
আইপিএলে সবচেয়ে কম বয়সে ছক্কা মারার রেকর্ডও এখন তাঁরই। এতদিন রেকর্ডটা ছিল রিয়ান পরাগের, যিনি প্রথম ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিন বয়সে। আবার সবচেয়ে কম বয়সে চারের রেকর্ডও সূর্যবংশীর। যেটা ছয় বছর ধরে ছিল প্রয়াসের নামে।
রেকর্ড নম্বর ৩
আইপিএল ক্যারিয়ারে প্রথম বলেই ছয় হাঁকিয়েও রেকর্ড গড়েছেন সূর্যবংশী। যদিও এর আগে অস্ট্রেলিয়ার রব কুইনি, ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার, আন্দ্রে রাসেল, জাভোন সিয়ারলেস ও কার্লোস ব্রাফেট, ভারতের অনিকেত চৌধুরী, সিদ্ধেশ লাড ও সামির রিজভী এবং শ্রীলঙ্কার মহীশ থিককশানাও একই কীর্তি গড়েছিলেন।
আপনার মতামত লিখুন :