‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেনের বিশ্বসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। বর্ষসেরা নারী ক্রিকেটারের খেতাব পেয়েছেন আরেক ভারতীয় স্মৃতি মান্ধানা। এ ছাড়া ২১ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে ৭০৪ উইকেট নেওয়ার পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনকে।
মঙ্গলবার (২২ এপ্রিল) প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে এটা জানানো হয়।
উইজডেন সম্পাদক লরেন্স বুথ লিখেছেন, ‘তিনি (বুমরাহ) ছিলেন বছরটির নিঃসন্দেহে সবচেয়ে বড় তারকা। এমন ভয়ংকর ও ব্যতিক্রমধর্মী বোলার খুব কমই দেখা যায়।’
গত বছর টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন বুমরাহ। এ ছাড়া গত বছর ১৩ টেস্টে ৭১ উইকেট নেন তিনি। পাশাপাশি ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় অবদান ছিল তাঁর।
বুথ তাঁকে নিয়ে লিখেছেন, ‘সে খুবই ভয়ংকর, চ্যালেঞ্জ হিসেবে অনন্য, তার বিপক্ষে করা রানগুলোকে দ্বিগুণ করে বিবেচনা করা উচিত...সর্বকালের সেরা হওয়ার দাবিটা সে উত্থাপন করেছে।’
এদিকে বিশ্বসেরা নারী ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে চার সেঞ্চুরিতে করেছেন সর্বাধিক ১৬৫৯ রান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১৪৯ রানের ইনিংসে দলকে ১০ উইকেটের জয়ে নেতৃত্ব দেন।
এ ছাড়াও বিশ্বসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। এর বাইরে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচজন ক্রিকেটারকে বছরের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচন করেছে উইজডেন, যা একজন খেলোয়াড় জীবনে একবারই পেতে পারেন।
এ বছরের উইজডেন পুরস্কারপ্রাপ্তদের তালিকা:
১. বিশ্বসেরা পুরুষ ক্রিকেটার: জাসপ্রীত বুমরাহ (ভারত)
২. বিশ্বসেরা নারী ক্রিকেটার: স্মৃতি মন্ধানা (ভারত)
৩. বিশ্বসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
৪. উইজডেনের পাঁচ সেরা ক্রিকেটার: গাস অ্যাটকিনসন (ইংল্যান্ড), জেমি স্মিথ (ইংল্যান্ড), ড্যান ওর্যাল (ইংল্যান্ড, জন্ম অস্ট্রেলিয়ায়), লিয়াম ডসন (ইংল্যান্ড), সোফি একলস্টোন (ইংল্যান্ড, নারী দল)।
৫. বছরের সেরা পারফরম্যান্স (উইজডেন ট্রফি): মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
৬. বিশেষ সম্মাননা: জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), ২১ বছরের টেস্ট ক্যারিয়ার শেষে ৭০৪ উইকেট নিয়ে অবসর।
আপনার মতামত লিখুন :