প্যারিসের অলিম্পিকে সাইক্লিংয়ের বিএমএক্স ফ্রিস্টাইলে আর্জেন্টিনাকে স্বর্ণ এনে দিলেন হোসে তোরেস গিল। এই ডিসিপ্লিনে তিনি সাইকেল নিয়ে উঁচুতে উঠে যেন আকাশ ছুঁয়েছেন! ৯৪.৮২ স্কোর গড়ে জিতেছেন স্বর্ণপদক। যেখানে ফ্রান্সের অ্যান্থনি জিনজিন রৌপ্য এবং গ্রেট ব্রিটেনের কিরন রেইলি ব্রোঞ্জ জিতেছেন। এ নিয়ে চলমান প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতল আর্জেন্টিনা।
বিএমএক্স ফ্রিস্টাইলের প্রথম দুটি পাসে দৃষ্টিনন্দন নৈপুণ্য দেখান তোরেস। পরে সেই পারফরম্যান্স ধরে রেখে ছয় পাসের খেলায় শেষ পর্যন্ত স্কোর গড়েন ৯৪.৮২। আর তাতেই প্যারিসে প্রথম কোনো আর্জেন্টাইন অ্যাথলেট বিজয়োল্লাসে মাতেন।
রৌপ্য ও ব্রোঞ্জ জেতা জিনজিন ও রেইলি যথাক্রমে স্কোর গড়েছেন ৯৩.৭৬ এবং ৯৩.৭০। তাদের সেই স্কোর পেরিয়ে ইতিহাস গড়ে জিতলেন মাত্র ১১ বছর বয়সে আর্জেন্টিনায় চলে আসা তোরেস।
অলিম্পিকের প্যারিস আসরে এটি আর্জেন্টিনার প্রথম পদক। তবে এটি অলিম্পিকের সাইক্লিংয়ে দেশটির দ্বিতীয় কোনো পদক, এর আগে ২০০৮ আসরে ওয়াল্টার পেরেজ ও জুয়ান কুরুসেট যৌথভাবে পদক জিতেছিলেন।
আরবি/জেআই
আপনার মতামত লিখুন :