ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিসিবির সঙ্গে চাকরির বিষয়ে কথা বলবেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৪:৩৯ পিএম

বিসিবির সঙ্গে চাকরির বিষয়ে কথা বলবেন হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলেন, বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আর রাখতে চান না। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে তার চাকুরির প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে এই লংকান কোচ জানান, চাকুরির বিষয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন তিনি। এখন ম্যাচের দিকেই মনোযোগি হয়েছেন। দ্বিতীয় ম্যাচকে ঘিরেই সব ভাবনা তার। দলকে সাফল্য এনে দেওয়াই তার লক্ষ্য।

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দ্বিতীয় মেয়াদে কাজ করছেন হাথুরুসিংহে। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে আসা এই কোচকে আর না রাখার পক্ষে অনেকেই দাঁড়িয়েছেন। সর্বশেষ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান হাথুরুসিংহের এক হাত নিয়েছেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে উন্নতি করতে নয়, ক্ষতি করতে এসেছেন হাথুরুসিংহে। অনেকে জাতীয় দলে দেশীয় কোচ রাখার পক্ষে মত দিচ্ছেন। যাইহোক, পাকিস্তান সিরিজ শেষে চাকুরি হারাতে পারেন লংকান কোচ। তবে তার অধীনে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ম্যাচে হারানোর গৌরব অর্জন করেছে বাংলদেশ। এবার সিরিজে ভালো করার প্রত্যাশা।’

আরবি/জেআই

Link copied!