ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

রাওয়ালপিন্ডিতে বিপাকে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ১১:৩১ এএম

রাওয়ালপিন্ডিতে বিপাকে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সাতসকালে পরপর ওভারে দ্রুত চার উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার জাকির হাসান উইকেট হারানোর পর পঞ্চম ওভারে আরেক ওপেনার সাদমান ও নাজমুল হোসেন শান্তও আউট হয়ে যান। দলীয় ২০ রানের মধ্যে মুমিনুল হকও উইকেটে এসে ঠিকতে পারেননি। ফলে প্রথম ইনিংসের শুরুতেই বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

বাংলাদেশের প্রথম তিনটি উইকেট-ই শিকার করেন খুররাম শেহজাদ। ডানহাতি এই তরুণ পেসাররের গতির সামনে ঠিকতে পারেননি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা । স্কয়ার লেগে আবরারের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাকির। সাদমান ও শান্ত হয়েছেন বোল্ড। মির হামজার বলে ক্যাচ দেন মুমিনুল। হতাশায় শুরু তৃতীয় দিন ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ।

আগের দিন বোলাররা তাদের দায়িত্ব ঠিক মতোই পালন করেছেন। স্বাগতিক পাকিস্তানকে পৌঁনে তিনশ’ রানের মধ্যে অলআউট করেছেন মিরাজ-তাসকিনরা। এবার নিজেদের প্রদর্শনের পালা ব্যাটারদের। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর পেসার তাসকিন আহমেদ বলেছেন, পাকিস্তানকে হারানোই তাদের মূল লক্ষ্য এবং এ ব্যাপারে আশাবাদীও তারা। এজন্য প্রথম ইনিংসে সংগ্রহ করা পাকিস্তানের রান টপকে লিড নিতে এগিয়ে যেতে হবে। স্বাভাবিক ভাবেই ব্যাটিংয়ে বীরত্ব দেখাতে হবে টাইগারদের।
রাওয়ালপিন্ডির উইকেট স্পোর্টিং। এখানে বোলাররা যেমন সহযোগিতা পাচ্ছেন, একই সঙ্গে ব্যাটারদের জন্যও কিছু সুবিধা থাকছে। ফলে দক্ষতা দেখাতে পারলে ব্যাটাররা বড় স্কোর গড়তে পারবেন।

আরবি/জেআই

Link copied!