ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে দল পেলেন বাংলাদেশের রিশাদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৪, ০৩:৫৪ পিএম

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে দল পেলেন বাংলাদেশের রিশাদ

ছবি: সংগৃহীত

এইতো কিছুদিন আগের কথা। ঘরের মাটিতে শ্রীলংকার সাথে পূর্ণাঙ্গ সিরিজের মধ্য দিয়ে নজরে এসেছিলেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। বলের ঘূর্ণিতে যেমন বিশ্বের সেরা সব ব্যাটারদের কুপোকাত করেছেন, ঠিক তেমনই ব্যাট হাতে চালিয়েছেন তাণ্ডব। আর এ কারণেই বিশ্ব ক্রিকেটেও বেড়েছে তার কদর।

আসন্ন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। যেখানে ছিলো সেই লেগ স্পিনার রিশাদ হোসেনের নামও। আর ছন্দে থাকা তরুণ এই টাইগার লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে হোবার্ট হ্যারিকেন্স।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ। রোববার (১ সেপ্টেম্বর) ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ হোবার্ট হ্যারিকেন্স।

সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে রিশাদকে স্বাগত জানিয়েছেন হোবার্ট হারিকেন্স। সেখানে তরুণ এই ক্রিকেটারকে দুর্দান্ত তরুণ লেগ স্পিনার হিসেবে উল্লেখ করা হয়েছে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার এই লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব। কিন্তু তিনিও ২০১৫ সালের পর থেকে এ লিগে খেলেননি। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেন সাকিব। পরের মৌসুমে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে আরও চারটি ম্যাচ খেলেছিলেন।

আরবি/জেআই

Link copied!