ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
রাওয়ালপিন্ডি টেষ্ট

সাজঘরে প্রথম দুই ওপেনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:১২ পিএম

সাজঘরে প্রথম দুই ওপেনার

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের করতে হবে ১৪৫ রান। আর চতুর্থ দিন শেষে বিনা উইকেটে টাইগারদের সংগ্রহ ছিল ৪২ রান।

ফলে মঙ্গলবার (৩ আগস্ট) টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য দরকার আরও ১৪৩ রান। এ লক্ষ্যে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়ে পঞ্চম দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশর দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম।

অর্ধশতক রানের জুটির পর তাদের হয় ছন্দপতন। মীর হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। এতে ভাঙে ৫৮ রানের ওপেনিং জুটি। শুরু থেকে কিছুটা নড়বড়ে ছিলেন আরেক ওপেনার সাদমান। আগের ওভারে বেঁচে যান তিনি। তবে খুররম শেহজাদের হাফভলি বলে ড্রাইভ খেলতে গিয়ে মিড অনে প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন এ ওপেনার। তার ব্যাট থেকে আসে ২৪ রান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়েন মুমিনুল হক।

আরবি/জেআই

Link copied!