ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

বিসিবির পরিচালক পদ থেকে নাঈমুর রহমান দুর্জয়ের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৫:২৮ পিএম

বিসিবির পরিচালক পদ থেকে নাঈমুর রহমান দুর্জয়ের পদত্যাগ

ছবি: সংগৃহীত

ঢাকা: গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই নাঈমুর রহমান দুর্জয়।

এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে নীরবতা ভেঙেছেন পাপনের নেতৃত্বধীন বোর্ডের পরিচালক দুর্জয়।

শেষমেষ বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। গণমাধ্যমকে দুর্জয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক বিসিবি পরিচালক।

এর আগে বিসিবির পরিচালক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন দুর্জয়। যদিও সর্বশেষ তৃতীয়বার মেয়াদপূর্ণ হওয়ার আগে পদত্যাগ করেছেন। এই মেয়াদে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন দুর্জয়।

দুর্জয়ের আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে অবশ্য অপসারণ করা হয়।

আরবি/এফআই

Link copied!