ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এবার রাজনীতির মাঠে ভারতীয় অলরাউন্ডার জাদেজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০২:২৮ পিএম

এবার রাজনীতির মাঠে ভারতীয় অলরাউন্ডার জাদেজা

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট ও বল হাতে একাধিক রেকর্ড গড়েছেন মাঠের খেলায়। তবে এবার নামলেন রাজনীতির মাঠেও।

ভারতে কয়েকদিন আগে সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করেছিল বিজেপি। সেই ধারাবাহিকতায় এবার বিজেপিতে যোগ দিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী রিভাবা জাদেজা। যিনি আবার গুজরাটের জামনগরে বিজেপি বিধায়ক।

রিভাবা মিডিয়াকে জানিয়েছেন, তিনি এই সদস্যপদ অভিযান নিজের বাড়ি থেকেই শুরু করেছেন। এক্স হ্যান্ডেলে তার স্বামীর বিজেপির মেম্বারশিপ কার্ডের ছবি শেয়ার করেছেন তিনি।

জাদেজার বাবা অনিরুদ্ধ সিং ও বোন নয়নাবা জাদেজা কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। গত বছরের বিধানসভা নির্বাচনে জাদেচার বাবাকে কংগ্রেস প্রার্থীর হয়ে ভোট চাইতে দেখা যায়।

তবে জাদেজা বাবা ও বোনের অনুসারী না হয়ে স্ত্রীর হাত ধরে যোগ দিলেন গেরুয়া শিবিরে। রিভাবা ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে প্রার্থী হন। তিনি আম আদমি পার্টির প্রার্থী কর্শনভাই কারমুরকে হারিয়ে বিজয়ী হয়েছিলেন। 

আরবি/এফআই

Link copied!