ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
টাইগারদের ভারত যাত্রা

নিজেদের পরিকল্পনা জানালেন অধিনায়ক শান্ত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৩:৪৬ পিএম

নিজেদের পরিকল্পনা জানালেন অধিনায়ক শান্ত

ছবি: সংগৃহীত

দুই টেস্ট ম্যাচ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুপুরে ভারতের বিমান ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত-যাত্রার আগে বিমানবন্দরে সংবাদিকদের নিজেদের প্রত্যাশার কথা জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ভারতের সিরিজটি চ্যালেঞ্জিং হতে যাবে। এই সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে সাকিব আল হাসান স্বরুপে দেখা যাবে আশা করছেন টাইগার দলপতি।

ভারত সিরিজের আগে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। সেখানে দুই ইনিংস মিলে ৯টি উইকেট (৪ ও ৫) শিকার করে সবার নজর কেড়েছেন। কিন্তু ব্যাটিংটা ভালো হয়নি তার। শান্ত আশা করছেন, ভারত সিরিজে ব্যাটিংয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন হবে সাকিবের। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রস্তুতিটা উনার ভালোই হয়েছে বোলিংয়ে। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। তবে আমার মনে হয়, প্রস্তুতিটা খুবই ভালো হয়েছে উনার। আমি আশা করি যে, এই সিরিজে উনি ভালো কিছু করবেন।’

ভারত সিরিজ প্রসঙ্গে শান্ত বলেন, ‘এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস তো দলের মধ্যে আছেই। প্রত্যেকটি সিরিজ একেকটি সুযোগ, আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবে। জেতার জন্য যে প্রসেসটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এটাই থাকবে যে, কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি, অবশ্যই ভালো ফল সম্ভম। কিন্তু এটা খুবই চ্যালেঞ্জের হতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছে। তবে এখানে যদি ওই দলের সঙ্গে তুলনা করেন, অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামুলক ভাবে একটু পেছনের দিকে আছে। স্পিনে হয়তো আমরা কাছাকাছি আছি। কিন্তু অভিজ্ঞতার দিক দিয়ে ওই দলটাকে একট এগিয়েই রাখব অবশ্যই। তবে আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা আছে। যেকোনো কন্ডিশনে বল করার ওই সামর্থ্যটা আছে। আমি এতটুকু বলতে পারি, পেসার, স্পিনার, ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজে, প্রত্যেক খেলোয়াড় শতভাগ দেবেন। আমি বিশ্বাস করি যে, পাঁচ দিন যদি আমরা ক্রিকেট খেলতে পারি, তাহলে খুবই রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।’

আরবি/এফআই

Link copied!