ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
চেন্নাই টেস্ট

শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্ন বিরতিতে ভারত

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১২:৪২ পিএম

শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্ন বিরতিতে ভারত

ছবি: সংগৃহীত

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়েছিল ভারত। তবে যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্তের ব্যাটে সেই ধাক্কা সামলে নিয়েছে টেস্টের দুই নম্বর দলটি।

দিনের শুরুতেই দারুণ বোলিংয়ে ভালো শুরু এন দেন পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে ভারত। তবে সেই বিপদ সামলে নেন ওপেনিংয়ে নামা জয়সোয়াল ও পন্ত।

লাঞ্চের আগে জয়সোয়াল-পন্ত চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েছেন।  প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান। ৩৭ রানে জয়সোয়াল ও ৩৩ রানে পন্ত উইকেটে আছেন।

তবে বিরতির আগে জুটি ভেঙে যেতে পারত। ২২তম ওভারে তাসকিন আহমেদের বলে স্লিপে ঋষভ পন্তের ক্যাচ মিস করেছেন সাদমান ইসলাম।

আরবি/এফআই

Link copied!