ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
কানপুর টেস্ট

মুমিনুলের সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১২:৪৬ পিএম

মুমিনুলের সেঞ্চুরি, ২০০ পেরোল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

কানপুর টেস্টে প্রথম দিনে অর্ধেক খেলা মাঠে গড়ানোর পর বৃষ্টি আর আলো স্বল্পতার কারণে বন্ধ হয় সেদিনের খেলা। এরপর একই কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়নি। তবে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় চতুর্থ দিন এসে মাঠে গড়িয়েছে খেলা।

এদিন বাংলাদেশি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনকে সুইপে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি। মুমিনুলের সেঞ্চুরির সঙ্গে দুই শ রানের ঘরে পৌঁছেছে বাংলাদেশও।

দীর্ঘ দিন পরই সেঞ্চুরির দেখা পেলেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। সবশেষ টেস্টে শতক পেয়েছিলেন ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। আর ১৫ মাস পর এবারে পেলেন আরেক সেঞ্চুরি।

বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়কের দেশের বাইরে এটি তার মাত্র ২য় সেঞ্চুরি। এর আগে নিজের ১১তম সেঞ্চুরি পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে ক্যান্ডি টেস্টে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৬ ওভারে ৬ উইটেক হারিয়ে ২০৫। সেঞ্চুরিয়ান মুমিনুল হকের সঙ্গে ৬ রানে ব্যাট করছেন মিরাজ।

আরবি/এফআই

Link copied!