ঢাকা মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও ফিরছেন তামিম!

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৫:৪৫ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও ফিরছেন তামিম!

ফাইল ছবি

দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর আর দেশের জার্সি গায়ে জড়াননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার। ঘরোয়া লিগ খেললেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ কী তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা।

দেশে ক্ষমতার পালাবদলের পর এখন আবারও দৃশ্যপটে তামিম। নাজমুল হাসান পাপনের বিদায়ের পর বিসিবির বসের দায়িত্বে ফারুক আহমেদ আসতেই তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কারণ ‘জাতীয় দলের দরজা তামিমের জন্য খোলা’ বলেই আভাস দিয়েছেন নতুন বিসিবি সভাপতি। তবে অবশ্য তামিম এখনো কিছু জানাননি।

সম্প্রতি ভারতের সাথে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ চলছে বাংলাদেশের। যেখানে তামিম বর্তমানে ধারাভাষ্যে ব্যস্ত সময় পার করছেন। তবে সেখানেই ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তার জাতীয় দলে ফেরার বিষয়েও খোলামেলা কথা বলেছেন টাইগার এই ওপেনার। সেখানে তিনি জানান, দল চাইলে আবারও ফিরতে পারেন, তবে কয়েকটা ম্যাচের জন্য শুধু নয়। বোর্ডের তরফে তাকে নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা চান তিনি।

এই বিষয়ে তামিম বলেন, ‌‘যেভাবে আমি বিদায় নিয়েছিলাম, সেটা মোটেই সুখকর ছিল না। তাই যদি আমি আবার ফিরে আসি, তাহলে আমার জন্য একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। আমি এমন কেউ নই যে শুধু খেলার জন্য ফিরে আসব এবং চার-পাঁচটি ম্যাচ খেলব। এর কি কোনো মানে হবে? সবাই বলে, ‘ফিরে আসো, আমরা তোমাকে চাই’, কিন্তু আমি যদি পাঁচটি ম্যাচ খেলে ফিরে যাই, তাহলে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো কাজে আসবে? যদি তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে এবং আমরা আলোচনা করতে পারি, তাহলে আমি চিন্তা করতে পারি।’

আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি সামনে রেখে তামিমের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ব্যাপারে সাবেক এই অধিনায়ক জানালেন, ‘আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে কয়েকটি ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য।’

তামিম আরও যোগ করেন, ‘তবে, এটা ভিন্ন জিনিস যে, যদি বিসিবি আমাকে বলে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে চাই এবং সম্ভবত এটাই হবে শেষ টুর্নামেন্ট যেখানে তিন বা চারজন সিনিয়র খেলোয়াড় খেলবে। পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে। এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে।’

আরবি/এফআই

Link copied!