ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

এবার কোচ হচ্ছেন আশরাফুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৩:৩৩ পিএম

এবার কোচ হচ্ছেন আশরাফুল

ফাইল ছবি

সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে লেভেল-৩ কোচ স্বীকৃতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। আর এবার নিজের কোচিং অভিজ্ঞতাকে কাজে লাগাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। জানা গেছে, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর না নিলেও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচের দায়িত্বে দেখা যাবে তাকে।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বিপিএলে কোচের দায়িত্ব পালনের বিষয়টি জানান তিনি। আশরাফুল বলেন, ‘কয়েকটা দলের সঙ্গে কাজ করার বিষয়ে কথা হয়েছে। গত বছরও আমার করার কথা ছিল, তবে শেষমেশ তা আর হয়নি। এরপর একটি বেসরকারি চ্যানেলের হয়ে পুরো আসরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। এবারও ইচ্ছে আছে কাজ করার, কথা হচ্ছে। খুব সম্ভাবনা আছে এবার বিপিএলে কোচ হিসেবে কাজ করব। রংপুর রাইডার্সই হতে পারে ইনশাআল্লাহ।’

২০২৩ সালের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন আশরাফুল। এর আগে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আয়োজনে ২০১২ সালে ইংল্যান্ডে আইসিসি লেভেল টু কোচিং কোর্স শেষ করেছিলেন তিনি।

২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া মোহাম্মদ আশরাফুল দ্রুতই বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তিনি বাংলাদেশের ক্রিকেটে অমর হয়ে যান। কিন্তু ক্যারিয়ারের উত্থান–পতনের মাঝে ২০১৩ সালে বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হন প্রতিভাবান এই ক্রিকেটার। এরপর ক্রিকেটে ফিরলেন নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি।

২০০১ থেকে ২০১৩ অব্দি বাংলাদেশের জার্সিতে ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আশরাফুল। রান করেছেন যথাক্রমে ২৭৩৭, ৩৪৬৮ ও ৪৫০। ৯টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক মোহাম্মদ আশরাফুলের নামের পাশে আছে ৪৭ আন্তর্জাতিক উইকেটও।

আরবি/এফআই

Link copied!