ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪

পেরুর জালে ব্রাজিলের এক হালি

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১০:০৬ এএম

পেরুর জালে ব্রাজিলের এক হালি

ছবি: সংগৃহীত

বিশ্ব ‍ফুটবলের পরাশক্তি ব্রাজিল। তবে সবচেয়ে সফল এই দলটির কাছ থেকে মন বা চোখ ভরানো খেলা অনেকটা দিন ধরেই পাননি দলটির ভক্ত-সমর্থকরা। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকেই উত্থান-পতনের মাঝ দিয়ে সময় পার করেছে সেলেসাওরা। ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে এরইমাঝে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঝে কোপা আমেরিকাতেও হতাশ করেছে।

তবে ঘরের মাঠে বুধবার (১৬ অক্টোবর) পেরুর বিপক্ষে যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা।

এদিন ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের খোঁজে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। আগের ম্যাচে জয় পাওয়া সেলেসাওরা এই ম্যাচকে নিয়েও ছিল আত্মবিশ্বাসী। দেখা মিলল অবিশ্বাস্য এক জয়েরও। পেরুকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের হারানো ছন্দে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরই মধ্যে ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে পেরুর বিপক্ষে আজ যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি। ৪-০ গোলের এই ম্যাচে পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে।

আরবি/এফআই

Link copied!