ঢাকা সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০১:১৫ পিএম

৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের

ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে ৩৬ বছর পর টেস্ট জয় করেছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে কিউইরা।

এর আগে ১৯৮৮ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১৩৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সব মিলিয়ে ভারতীয়দের বিপক্ষে টেস্টে ৮ সিরিজ খেলে তৃতীয় জয় পেল কিউইরা।

সর্বশেষ ২০২১ সালে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড। ওই সিরিজও হয়েছিল ভারতের মাটিতে। তবে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্চম দিন বৃষ্টির বাগড়ায় পড়ার শঙ্কা ছিল। কিন্তু প্রকৃতিও সহায় হয়নি ভারতের। যদিও দিনের শুরুতে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজরা সুইংয়ে কাবু করতে চেয়েছেন কিউই ব্যাটারদের। ২ উইকেটও তুলে নেন ৩৫ রানে। তবে বাকি পথ দেখেশুনে পার করেছেন উইল ইয়ং ও রাচিন রবীন্দ্ররা। শেষ পর্যন্ত ইয়ং ৪৫ আর রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে কিউইদের জয় নিশ্চিত করেছেন।

ভারতের মাটিতে এর আগে নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্ট ম্যাচ জয়ের নজির ছিল ১৯৮৮ সালে। সফরকারী হয়ে আরেকটি জয় পেতে তাদের ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে। যা ভারতে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়। যদিও রোহিত-কোহলিদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের সুখস্মৃতি আছে কিউইদের। ভারতের স্বপ্নভঙ্গ করে ২০২১ সালে ফরম্যাটটির প্রথম বিশ্বআসরে কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ড শিরোপা জিতেছিল।

আরবি/এফআই

Link copied!