ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সাফ চ্যাম্পিয়নশিপ

দুই সাবেক কোচকে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন তহুরা

নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

সেমিফাইনালের এই ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছে তহুরা খাতুন। এই ম্যাচসেরা পুরস্কার সাবেক দুই কোচ গোলাম রাব্বানী ছোটন ও মফিজ উদ্দিনকে উৎসর্গ করেছেন এই নারী ফুটবলার।

এর আগে, ভারতকে হারানোর ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছিলেন তহুরা। জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার অকালপ্রয়াত বন্ধু সাবিনা খাতুনকে উৎসর্গ করেছিলেন তিনি।