ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
চট্টগ্রাম টেস্ট

শত রান পেরিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ১২:৩২ পিএম

শত রান পেরিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরু করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের প্রথম সেশনটি পুরোপুরিই ছিল প্রোটিয়াদের নিয়ন্ত্রণে। উদ্বোধনী জুটিতে প্রথম ঘণ্টা পার করার পর এইডেন মার্করাম ফিরে ফেলেও টনি ডি জর্জির ব্যাটে দারুণভাবে এগুচ্ছে তারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশন দারুণভাবে শেষ করে সফরকারিরা। ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে নিয়েছে তারা। ৪৯ রান নিয়ে ক্রিজে আছে ডি জর্জি। ২৩ রান নিয়ে তার সঙ্গী ট্রিস্টিয়ান স্টাবস। উদ্বোধনী জুটিতে ৬৯ রান আসার পর দ্বিতীয় উইকেট জুটিতেও এসে গেছে অবিচ্ছিন্ন ৪০ রান।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে সাবলীল শুরু পায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার টনি ডি জর্জি আর এইডেম মার্করাম সহজেই রান বাড়াতে থাকেন। ইনিংসের ১৮তম ওভারে গিয়ে আসে প্রথম সাফল্য। সেটা মূলত মার্করামের উপহার দেয়া। তাইজুল ইসলামের নীরিহ এক বলে ফ্লিকের মতন খেলতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ৫৫ বলে ৩৩ করা প্রোটিয়া কাপ্তান।

সেশনের বাকি সময়ে আর কোন বিপদে পড়েনি তারা। ক্রিজে এসে থিতু হতে খুব বেশি সময় লাগেনি স্টাবসের। জর্জিও এগুচ্ছেন ফিফটির দিকে। চার বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়ে ব্যাটারদের খুব একটা পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশ দল।

আরবি/জেআই

Link copied!