ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০১:৪৪ পিএম

২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত

ছবি: সংগৃহীত

সর্বশেষ ঘরের মাঠে টেস্টে হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে ধবলধোলাই হয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত। এরপর নিজের ঘরে হোয়াইটওয়াশ তো দূরের কথা, পরবর্তী দুই দশকেই কেবল একটি টেস্ট সিরিজ হারে।

সেই হারের পর এক যুগ ও ১৮ সিরিজ অপরাজেয় ছিল রোহিত-কোহলিরা। সেই বৃত্ত তো ভেঙেছে–ই, ২৪ বছর হোয়াইটওয়াশ না হওয়ার কীর্তিও তছনছ করে দিয়েছে নিউজিল্যান্ড।

তবে ভারত প্রোটিয়াদের বিপক্ষে আগের হোয়াইটওয়াশ হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজে। এবার তাদের আরও বড় তিন ম্যাচের সিরিজে তিক্ত পরাজয়ের গ্লানিতে ডোবাল টম ল্যাথামের কিউই শিবির।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে কিউইদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যটা ছোট ছিল। কিন্তু এই ছোট লক্ষ্যটাও পাহাড়সম ছিল ভারতের কাছে। যা টপকাতে পারেনি তারা। যার পরিপ্রেক্ষিতে এ্যাজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপসের বোলিং তোপে শেষমেষ ২৫ রানে হেরেছে তারা।

আরবি/এফআই

Link copied!