ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সাকিব কি আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে চড়াবেন!

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৭:৪৪ পিএম

সাকিব কি আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে চড়াবেন!

ছবি, সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) অভিষেকের পর কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা গেছে সাকিব আল হাসানকে। আসন্ন আইপিএলে মৌসুমে তাকে দেখা যেতে পারে নতুন এক ফ্র্যাঞ্চাইজিতে। সম্প্রতি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রহস্যময় একটি পোস্টার প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস।

যে পোস্টে দেখা যায়, তারা রবীন্দ্র জাদেজার একটি ছবির সঙ্গে আরেকটি ছবির অবয়ব জুড়ে দিয়েছে। আর সেই অবয়বটি সাকিবের বলেই ধারণা করছেন নেটিজেনরা।
পোস্টারে লেখা, ‘কে হতে পারে জাড্ডুর (জাদেজা) যমজ অলরাউন্ডার?’

এবারের আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি। দেশের হয়ে আপাতত মাঠে নামা হচ্ছে না তার। তাই বিভিন্ন আন্তর্জাতিক লিগের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে চান সাকিব। তবে মাঠের ক্রিকেটে সময়টা খুব ভালো না যাওয়ায় আইপিএলে তার দল পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

এদিকে, চেন্নাইয়ের এই পোস্টের পর সাকিবভক্তরা আশায় বুক বাঁধছেন। প্রিয় তারকাকে আবার ক্রিকেট মাঠে দেখার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।

আরবি/এস

Link copied!