ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ১৫০ রানেই অলআউট ভারত

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৩:৩৫ পিএম

অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ১৫০ রানেই অলআউট ভারত

ছবি: সংগৃহীত

পার্থ টেস্টের প্রথম ইনিংসে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ভারত। তবে রিশাভ পান্ত আর অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডির প্রতিরোধে বড় লজ্জা এড়িয়েছে সফরকারী দল।

৪৯.৪ ওভার খেলে অবশেষে ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার চার পেসার মিলেই ভারতকে কোণঠাসা করে দিয়েছেন। জশ হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট।

অসি পেসারদের তোপে দুই সেশনও টিকতে ভারত। শেষ ব্যাটার হিসেবে প্যাট কামিন্সের বলে উসমান খাজার হাতে ক্যাচ দেন নিতিশ কুমার রেড্ডি। অভিষিক্ত রেড্ডির করা ৪১ রানই ভারতের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রিশাভ পান্তের ব্যাট থেকে।

সপ্তম উইকেটে নিতিশ আর রেড্ডি ৪৮ রানের জুটি না গড়লে আরও বড় বিপদে পড়তে পারতো ভারত। টপঅর্ডার ব্যাটাররা যে একদমই সুবিধা করতে পারেননি।

যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কাল ফেরেন শূন্য হাতে। বিরাট কোহলিও (৫) আরও একবার ব্যর্থ। ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি (২৬)।

৪ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ভারত ২৪.৪ ওভারে বাকি ৬ উইকেটে যোগ করে আর ৯৯ রান।

আরবি/এফআই

Link copied!