শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৮:১৩ পিএম

হার নিয়ে মাঠ ছাড়লো দল

৬০ বলের ম্যাচে ২২ বলে সাকিবের সংগ্রহ ১৫

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৮:১৩ পিএম

৬০ বলের ম্যাচে ২২ বলে সাকিবের সংগ্রহ ১৫

ফাইল ছবি

টি-টেন মানেই প্রথম বল থেকেই ব্যাট চালাও। আর এমন একটি ম্যাচে বাংলা টাইগার্সের অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান ব্যাট হাতে উপহার দিয়েছেন পুরোনো দিনের ওয়ানডে মেজাজের ব্যাটিং। এতে করে তার দলও স্কোরবোর্ডে বেশি রান সংগ্রহ করতে পারেনি, তারা থেকে যায় মাত্র ৭২ রানে।

৬০ বলের ম্যাচে সাকিব ২২ বল খেলে করেন অপরাজিত ১৫ রান। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইনিংসে তিনি কোনো বাউন্ডারিই মারতে পারেননি। তার স্ট্রাইক রেট ছিল ৬৮.১৮।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুবাইয়ের আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটরর্সের বিপক্ষে মুখোমুখি হয় বাংলা টাইগার্স। নির্ধারিত ৬ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে মাত্র ৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে ডেকান ৯ উইকেট ও ২৯ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে।

বাংলা টাইগার্সের দেয়া মামুলি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে উইকেট হারায় ডেকান। কিন্তু দ্বিতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও ইংল্যান্ডের জস বাটলার মিলে ৫৭ রানের জুটি গড়ে দলকে জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন। পুরান ১৩ বলে ৫ ছক্কায় ৩৬ ও বাটলার ১৩ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে ডেকানের বোলারদের তোপে পড়ে স্কোরবোর্ডে ২৩ রান সংগ্রহ করতেই ৪ উইকেট হারায় বাংলা টাইগার্স। সাকিব ক্রিজে আসেন ৬ নম্বরে। দলের রান বাড়ানোর দিকে নজর না দিয়ে তিনি উইকেটে থেকে খেলার চেষ্টা চালান। কিন্তু এই সময়টাতে ২২ বল খেলা এই তারকা অলরাউন্ডার একটিও বাউন্ডারি পাননি। অথচ অষ্টম ওভারে উইকেটে আসা রশিদ খানও ৮ বল খেলে দুটি বাউন্ডারি মারেন। সাকিবের এমন ইনিংসের কারণে বাংলা টাইগার্সও বেশি রান তুলতে পারেনি, রান করেছে মাত্র ৭২।

আজকের আগে টি-টেনে দুই ম্যাচ ব্যাটিং করার সুযোগ পান বাংলা টাইগার্স অধিনায়ক। একটিতে ১২ বলে ১৯ রান ও আরেকটিতে ১৯ বলে অপরাজিত ২৯ রান করেন তিনি।

এই হারের ফলে এখন পর্যন্ত ৬ ম্যাচে সাকিবের দলের জয় মাত্র ২টিতে। আজ তারা হেরেছে ৯ উইকেটে। সাকিব বল করেন ১টি, সেটিতেও বড় ছক্কা মেরেছেন পুরান। সেই ছক্কাতে দলের জয় নিশ্চিত করেন এই বাঁহাতি।

আরবি/ এইচএম

Link copied!