ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

তামিম ঝড়ে জিতল চট্টগ্রাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:০২ পিএম

তামিম ঝড়ে জিতল চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম বিভাগ। নিজেদের প্রথম ম্যাচে রংপুরে কাছে ৫ উইকেট হেরেছিল দলটি। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তামিম-মুমিনুলরা। সিলেটকে ১২ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম। ৩৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেট একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৪৬ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ১৩৩ রানেই গুঁটিয়ে যায় সিলেট। এতে ১২ রানের জয় পেয়েছে চট্টগ্রাম।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন তাওফিক খান তুষার। ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি তিনি।

কারণ, এদিন ওয়াসিফ আকবার (১৭ বলে ১৩) ও তোফায়েল আহমেদ (১১ বলে ১৫) ছাড়া বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। এতে ৪ বল হাতে থাকতেই গুটিয়ে যায় সিলেট।

এর আগে ব্যাট করতে নেমে জয়কে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম। দুজনের ব্যাটে ভর করে মাত্র ৭ ওভারেই ৮০ রানের কোটা পার করেন চট্টগ্রাম। ১৭ বলে ২৯ রান করে জয় আউট হলেও ফিফটি তুলে নেন তামিম। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইয়াসির আলী চৌধুরী (১) এবং সাজ্জাদুল হক রিপন (৪)।

১১তম খালেদ আহমেদের বলে ক্যাচ আউট হন তামিম। ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬৫ রান করেন এই বাঁ-হাতি ওপেনার। এরপর মুমিনুল ৮ এবং সাব্বির হোসেন ১৫ রানে আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম।

শেষ দিকে নাইম হাসান (৮), আহমেদ শারিফ (০) এবং হাসান মুরাদ ৩ রানে আউট হলে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম।

আরবি/এফআই

Link copied!