ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

রেকর্ড গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ক্যারিবীয়রা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত

স্কোরবোর্ডে রানের সংখ্যাটা বড় করেও হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ। প্রথম দু’ম্যাচের মতোই শেষ ওয়ানডের ভাগ্যেও তাই জুটেছে। অভিষিক্ত আমির জাঙ্গুর সেঞ্চুরি ও কেসি কার্টির ৯৫ রানে ভর করে ৪ উইকেট ও ২৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এতে করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

এর মধ্যদিয়ে ১০ বছর পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ২০১৪ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল ক্যারিবীয়দের কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল। সেই সিরিজও হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে।

সব মিলিয়ে ৩ বছর ৯ মাস পর বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলো। এর আগে ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে ৩–০ ব্যবধানে হেরেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে সৌম্য ৭৩, মিরাজ ৭৭, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৪ ও জাকের আলী অপরাজিত ৬২ রানের কল্যাণে ৩২১ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অভিষিক্ত আমির জাঙ্গুর অপরাজিত ১০৪ রান, কেসি কার্টির ৯৫ রানে ও গুদাকেশ মতির অপরাজিত ৪৪ রানে ভর করে ৪ উইকেট ও ২৪ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের ২য় ওভারেই ধাক্কা খায় উইন্ডিজ শিবির। নাসুম আহমেদের করা ওভারে ১৪ রান এলেও শেষ বলে রানআউট হন ব্রেন্ডন কিং। নিজের পরের ওভারেই আবারো উইকেটের দেখা পান নাসুম। এবারে বোল্ড করেন অ্যাথানেজকে। স্টাম্প থেকে সরে এসে সুইপ করতে চাইলে তার ব্যাটকে ফাঁকি দিয়ে ফুল লেংথের বল আঘাত হানে স্টাম্পে।