দেশ যখন বিজয়ের ৫৩ বছর পালন করছে, ঠিক তখনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হাজার কিলোমিটার দূরে লড়ছে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াই। যেখানে ম্যাচের শুরু থেকেই ব্যাটারদের ব্যর্থতা আর দলের ছন্দপতন দেখে মনে হয়েছিল বিজয়ের দিনটা হয়তো টাইগাররা জয় দিয়ে রাঙাতে পারবে না।
কিন্তু লড়াইটা যে শেষ পর্যন্ত এতটা শ্বাসরুদ্ধকর হবে তা হয়তো বেশিরভাগ মানুষই কল্পনা করতে পারেনি। সূদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে শেষমেষ ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে টাইগাররা। এতে করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
বিশেষ এই দিনে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো টাইগারদের এই শ্বাসরুদ্ধকর জয়ের সুবাদে।
এদিন ম্যাচে টাইগারদের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মত। টাইগারদের ব্যর্থতায় নিজেদের খাতায় শুরুতে ৬ উইকেটে ১৪৭ রানের লড়াকু পুঁজি যোগ করে বোলিংয়ে এসে শেখ মেহেদী হাসানের স্পিন ঘূর্ণিতে বাংলাদেশ আশার আলো দেখছিল ঠিকই। কিন্তু ক্যারিবীয়ান রোভম্যান পাওয়েল যেন সেই আলো নিভিয়ে দিতে চাইছিলেন।
তবে বাংলার দামাল ছেলেরাও যে দমে যাবার নয়, তার প্রমাণ দিলো আবারও। শেষ পর্যন্ত বাংলাদেশ শ্বাসরুদ্ধকর জয় পেল সেই বোলারদের জন্যই।
যেখানে শেষ ওভারে বাজিমাত করেছেন হাসান মাহমুদ। সেই রোভম্যান পাওয়েলকে টোপ দিয়ে ক্যাচে পরিণত করেন উইকেটের পেছনে লিটন দাসের হাতে। আর এরপরই যেন নিশ্চিত হয়ে যায় টাইগারদের জয়। শেষমেষ ১৪০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ জয় পায় ৭ রানের।