ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়নস ট্রফি, নিশ্চিত করল আইসিসি

ইউএই ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৩২ পিএম

হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়নস ট্রফি, নিশ্চিত করল আইসিসি

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ‘হাইব্রিড’ মডেলে গুরুত্ব দিয়েই অবেশেষে চূড়ান্ত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজন। মূল আয়োজক পাকিস্তানসহ একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। তবে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির তত্ত্বাবধানে পাকিস্তান ও ভারত আয়োজিত সকল খেলার আয়োজনই হবে হাইব্রিড মডেলে বা একই নিয়মে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক প্রেস বিবৃতিতে এ খবর প্রকাশ করেছে। আইসিসি, বিসিসিআই ও পিসিবি এই বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে বলা যায় ক্রিকেট কূটনীতিতে জয় হয়েছে পাকিস্তানেরও। পিসিবির প্রস্তাবও মেনে নিয়েছে বিসিসিআই। অর্থাৎ আগামী চার বছর ভারতে অনুষ্ঠেয় আইসিসির ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে পাকিস্তান। ভারতে দল পাঠাবে না তারা।

সে অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তান আয়োজিত আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একই নিয়মে ভারত আয়োজিত মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ এবং ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-২০ বিশ্বকাপ ২০২৬ এর আয়োজনও হবে হাইব্রিড মডেলে। এছাড়াও ২০২৮ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক পাকিস্তান। সেখানেও নিরপেক্ষ ভেন্যু ব্যবস্থা করতে ইঙ্গিত দিয়েছে আইসিসি। অপরদিকে ২০২৯ থেকে ২০৩১ সময়কালে আইসিসি নারী ইভেন্টগুলো নিজেদের দেশে আয়োজন করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। 

সবমিলিয়ে এতটুকু বোঝা যাচ্ছে, ভারত-পাকিস্তান রাজনৈতিক টানা পোড়েনের বেড়াজালে এবার বড় পরিবর্তন আনলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সীমান্ত ছাপিয়ে এই উত্তাপ ছড়ালো খেলার মাঠ পর্যন্ত। শেষ পর্যন্ত দুই দেশ এক সিদ্ধান্তে থিতু হওয়াতে শিগগিরই ঘোষণা করা হতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সময়সূচী। তার আগে প্রয়োজন ভেন্যু নির্ধারণ।

দেখার বিষয়, ভারত কিম্বা কোন শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলা করে ২০১৭ সালে ঘরে তোলা শিরোপা রক্ষার লড়াইয়ে কতটা সক্ষমতা দেখাতে পারে পাকিস্তান। আট দলের ইভেন্টে স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এবার অংশ নেবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

আরবি/জেডআর

Link copied!