কয়েক দিন আগে দল গঠনের সমস্যায় পড়েছিল বার্সেলোনা। দানি ওলমো এবং পাউ ভিক্টরের মতো তারকা ফুটবলারদের রেজিস্ট্রেশন নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। তবে এবার এই বিষয় এবং ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কার সম্পর্কে বড় সুখবর দিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। একইসাথে তিনি লা লিগা কর্তৃপক্ষ, স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং ক্লাবের সমালোচকদেরও একহাত নিয়েছেন।
এর আগে, ৩১ ডিসেম্বরের মধ্যে ওলমো ও ভিক্টরের রেজিস্ট্রেশন না হওয়ায় মৌসুমের বাকি অংশে তাদের পাওয়া নিয়ে বার্সেলোনা চিন্তিত হয়ে পড়েছিল। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরেএফইএফ) ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নিয়ম পূরণ করা ছিল বাধ্যতামূলক। পরে বার্সা সভাপতি লাপোর্তা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল তথ্য স্পেন সুপ্রিম কোর্টে প্রদান করেন, যেখানে ওলমো ও ভিক্টরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
এর আগে, সমালোচকদের জবাবে লাপোর্তা বলেন, ‘অনেকেই ক্লাবের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, না শুধু ক্লাবের ভেতর থেকে বরং বাইরে থেকেও। তারা এই কাজটি এমন একটি সময়ে করেছে, যখন বার্সেলোনা তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে আছে এবং আনন্দের মুহূর্তগুলো উপভোগ করছে। কিন্তু তারা আমাদের ধ্বংস করতে চেয়েছে, তবে ১২৫ বছরের ঐতিহাসিক ক্লাবকে অস্থিতিশীল করার জন্য তাদের আরও অনেক কাজ করতে হবে।’
ওলমো এবং ভিক্টরের রেজিস্ট্রেশন নিয়ে লাপোর্তা বলেন, ‘আমরা ১:১ নিয়ম পুনরায় ফিরে পেয়েছি, যার ফলে আমাদের দলে দানি ওলমো এবং পাউ ভিক্টরকে সাইন করার অনুমতি মিলেছে। এটি বার্সেলোনার শক্তির প্রমাণ এবং সকল রহস্য দূর করে দিয়েছে। লা লিগা এবং ফেডারেশনের যেকোনো সিদ্ধান্তে আমি কখনোই পদত্যাগ করব না। আমরা কখনো আশা হারাইনি। তারা ক্লাব, ফুটবলার এবং কোচকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা (স্প্যানিশ) সুপারকাপ জিতেছি, যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
লাপোর্তা আশাবাদী যে, শিগগিরই বার্সেলোনা তাদের নতুন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ফিরবে। তিনি বলেন, ‘এটি কোনো সাধারণ সংস্কার নয়, এটি সম্পূর্ণ নতুন স্টেডিয়াম তৈরি করা হয়েছে। আমরা খুব শিগগিরই নতুন স্টেডিয়ামে ফিরব, এবং এই নতুন ক্যাম্প ন্যু আমাদের ভবিষ্যতে অনেক বেশি রাজস্ব এনে দেবে।’
আপনার মতামত লিখুন :