পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। যদিও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাকিস্তান যাবে না, তবুও রোহিত পাকিস্তানে যাবেন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে।
এই আয়োজনটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৯ বছর পর একটি মেগা আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের স্মরণে করছে। এই ইভেন্টে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়করা উপস্থিত থাকবেন।
জানা গেছে, এটি ২৯ বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আইসিসি টুর্নামেন্ট। এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল পিসিবি।
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে তা এখনও পিসিবি চূড়ান্ত করেনি। যদিও ১৬ বা ১৭ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :