ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

আরও ১০ বছর সিটিতেই থাকবেন আর্লিং হলান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:০৬ এএম

আরও ১০ বছর সিটিতেই থাকবেন আর্লিং হলান্ড

আর্লিং হলান্ড

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের এ ক্লাবে নরওয়ের এই তারকা স্ট্রাইকার থাকবেন আরও ১০ বছর। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে তিনি ২০৩৪ সালের জুন পর্যন্ত থাকছেন।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি। ভিডিওর একদম শেষে গিয়ে আর্লিং হলান্ড বলেন, ‘প্রিয় ডিফেন্ডাররা, আমি দুঃখিত। আমি এখানে থাকতেই এসেছি।’

চুক্তি নবায়ন করে হলান্ড আরও বলেছেন, ‘এখন আমি নিজেকে আরও বিকশিত করতে চাই, আরও ভালো করার জন্য কাজ চালিয়ে যেতে চাই এবং সামনে আরও সাফল্য অর্জনে আমার সেরাটা দিয়ে দলকে সহায়তা করতে চাই।’

২০২২ সালের জুলাইয়ে ৬ কোটি ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন, শিরোপা জিতেছেন পাঁচটি। ২০২২–২৩ মৌসুমে দলকে ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ) জেতাতেও বড় অবদান রেখেছেন।

বর্তমানে হলান্ডের বাজারমূল্য ২০ কোটি ইউরো। সিটির সঙ্গে তাঁর আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। আরও সাড়ে ৯ বছর ইতিহাদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির তালিকায় এখন হলান্ডের নাম সবার ওপর। চুক্তির মেয়াদ ফুরোনোর সময় তার বয়স হবে ৩৪ বছর।

রূপালী বাংলাদেশ

Link copied!