রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০১:২৪ পিএম

আবারও পচা শামুকে পা কাটল বার্সেলোনার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০১:২৪ পিএম

আবারও পচা শামুকে পা কাটল বার্সেলোনার

ছবি: সংগৃহীত

সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে বার্সেলোনা। এরপর কোপা দেল রের ষোলো রাউন্ডে তারা রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারায়। কিন্তু এত অর্জনের মাঝেও এক জায়গায় যেন কাতালানরা অসহায় হয়ে পড়ছে। আর সেটা লা লিগা।

লিগে বছরের প্রথম খেলায় শনিবার (১৮ জানুয়ারি) রাতে টেবিলের প্রায় তলানিতে থাকা গেটাফের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। যার মধ্য দিয়ে টেবিলে উন্নতি করার। কিন্তু শেষমেষ সেই সুযোগটিও হাতছাড়া করলো কাতালানরা।

এর আগে, দিনের শুরুতে লেগানেসের বিপক্ষে টেবিলের শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে হেরে যাওয়ায়, বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনার। কিন্তু পারল না তারা।

এদিন বার্সালোনা পুরো ম্যাচে প্রায় ৭৮ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২১টি শট নিলেও মূল লক্ষ্যে থাকে ৫টি। অপরদিকে গেতাফের ৯ শটের ৪টি ছিল লক্ষ্যে।

খেলার নবম মিনিটেই প্রথম উল্লেখযোগ্য সুযোগে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল বের করে নিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার। এরপর একের পর এক আক্রমণ করেও গেটাফের ডিফেন্সের ফাটল ধরাতে ব্যর্থ হয় বার্সেলোনা।

বিপরীতে ৩৫ মিনিটেই সমতায় ফেরে গেটাফে। বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া প্রথমে এক হাতে ফেরালেও, কাছেই থাকা আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল। এতে খেলায় ফেরে প্রতিপক্ষ।

পরে দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামালের একটি প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। একটু পর বক্সের বাইরে কয়েক ডিফেন্ডারকে কাটিয়ে এই তরুণ উইঙ্গারের নেওয়া শট একজনের পায়ে লেগে বাইরে দিয়ে যায়। ৬৯তম মিনিটে তার শট ঠেকান গোলরক্ষক। ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের শট ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন তিনি। বাকি সময়েও প্রাণপণ চেষ্টা করে যায় বার্সেলোনা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

এই ড্রয়ে ২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রেয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪। ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে গেতাফে।

আরবি/এফআই

Link copied!