ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

বড় জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:২১ এএম

বড় জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ৪-১ গোলে পরাজিত করে টেবিলের শীর্ষে উঠে এসেছে। এই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে।

এদিন ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও, পরবর্তীতে রিয়াল দুর্দান্ত খেলায় লাস পালমাসকে শক্তিশালীভাবে পরাজিত করে।

ম্যাচে রিয়াল শুরুতে ২৫ সেকেন্ডে গোল খেয়ে পিছিয়ে যায়, তবে পরবর্তীতে এমবাপে একটি পেনাল্টি থেকে সমতা আনেন এবং তারপর ব্রাহিম দিয়াজ ও এমবাপের দ্বিতীয় গোল রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয়। এরপর রদ্রিগো একটি কাউন্টার অ্যাটাক থেকে শেষ গোলটি করেন, যাতে করে ৪-১ ব্যবধানে জয় পায় মাদ্রিদ।

এমবাপে তার পেনাল্টি ও দ্বিতীয় গোলটি করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যদিও হ্যাটট্রিকের সুযোগ হারান অফসাইডের কারণে। লাস পালমাসের খেলোয়াড় বেনিতো রামিরেজ লুকাস ভাসকেসকে বাজে ট্যাকল করার কারণে ৬৪ মিনিটে লাল কার্ড দেখেন, ফলে সফরকারীরা ১০ জনে খেলে শেষ পর্যন্ত গোল করার সুযোগ পায়নি।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে, অ্যাথলেটিকো মাদ্রিদকে ২ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে।

আরবি/এফআই

Link copied!