শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০১:০০ পিএম

গলায় দড়ি দিয়ে মরার কথা কেন বললেন তাসকিন?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০১:০০ পিএম

গলায় দড়ি দিয়ে মরার কথা কেন বললেন তাসকিন?

ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন তাসকিন আহমেদ। দলীয় পারফরম্যান্স ওঠানামা করলেও নিজেকে দারুণভাবে ধরে রেখেছেন এই পেসার। তবে গতকাল ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তাসকিনের মুখে হঠাৎ গলায় দড়ি দেওয়ার কথা। কিন্তু কারণ কী?

জানা গেছে, সম্প্রতি পিএসএলে তার দল পাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাসকিন পিএসএল ড্রাফটে জায়গা পাননি। এ নিয়ে সাংবাদিকরা তার আক্ষেপ রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন করে। আর এ প্রসঙ্গেই হঠাৎ করে তাসকিন বলে উঠেন আক্ষেপ থাকলে তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা।

সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, “না (পিএসএলে দল না পাওয়া) আপসেট এর কী আছে? আমি যদি জাতীয় দলের হয়ে ভালো খেলতে পারি, যেখানেই খেলি, যদি ভালো খেলতে পারি, সামনে অনেক সুযোগ আসবে। এর আগে তো ৩ বার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি, এটা আপসেটিং হলে তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আপসেট না, তকদিরে যা আছে সামনে আসবে ইনশাল্লাহ।”

গতকাল সোমবার থেকেই দুর্বার রাজশাহীর অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে তাসকিন নতুন দায়িত্বে অবতীর্ণ হন। তবে দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই চিটাগাং কিংসের কাছে ১১১ রানে পরাজিত হয় তার দল। এদিন তাসকিন নিজের বোলিং পারফরম্যান্স এবং দলের হারকে একটি খারাপ দিন হিসেবে দেখছেন।

তিনি বলেন, “আসলে দেখেন শুরুটা ভালোই হয়েছিল। ৫টা ক্যাচ মিস হয়েছে। ১৯০ এর জায়গায় ১৬০-৭০ হলে ভিন্ন গেম হতো। সব মিলে খারাপ দিন গেছে। আগের ম্যাচেও হইছে, হয়ত সামনেও হবে। এরপর যেগুলা উইকেট পাই সেগুলাই। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, যেন সামনে আরও খেলতে পারি।”

তাসকিনের আইপিএলে খেলার গুঞ্জন থাকলেও তিনি বলেছেন, “না। হয়ত কারও ইঞ্জুরি হলে ডাকতে পারে। ডিরেক্ট আমার সাথে কথা হয়নি। নরমালি তো এজেন্টের সাথে কথা হয়।”

তাসকিনের বাবা বলেছিলেন, তিনি চান তার ছেলে কলকাতা নাইট রাইডার্সে খেলুক। তবে এই প্রসঙ্গে তাসকিন পুরোপুরি এড়িয়ে যান এবং বলেন, “আমার ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে লম্বা সময় খেলা, ভালো খেলা।”

আরবি/এফআই

Link copied!