ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

এবার ভারতের বিপক্ষে খেপেছে পাকিস্তান, কিন্তু কেন?

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৩:৫১ পিএম

এবার ভারতের বিপক্ষে খেপেছে পাকিস্তান, কিন্তু কেন?

ছবি: সংগৃহীত

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন পাকিস্তানে হলেও ভারতের পক্ষ থেকে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। শুরুতে ভারত জানিয়েছিল যে তারা পাকিস্তানে খেলতে যাবে না এবং এর ফলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

যদিও প্রথমে পাকিস্তান বলেছিল তারা হাইব্রিড মডেলে (নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচ) যেতে রাজি নয়, তবে পরবর্তীতে তারা এই শর্ত মেনে নেয়।

এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবার নতুন এক বিতর্ক শুরু করেছে। তারা জানিয়েছে, নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখবে না।

বিসিসিআইয়ের এই আপত্তির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্ষুব্ধ হয়েছে। পিসিবির এক কর্মকর্তা এক সংবাদ সংস্থার সাথে কথা বলে বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্রিকেটে রাজনীতি ঢোকানোর অভিযোগ করেছেন।

তিনি বলেন, “বিসিসিআই ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে, যা খেলার জন্য একদমই ভালো নয়। তারা পাকিস্তানে সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছে এবং চায় না তাদের অধিনায়ক (রোহিত শর্মা) চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানে আসুক। এখন আবার তারা আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে ছাপাতে চায় না। আমরা বিশ্বাস করি, আইসিসি এ বিষয়টি ঠিক করবে এবং পাকিস্তানের পক্ষে থাকবে।”

আরবি/এফআই

Link copied!