ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই পাকিস্তান-ভারত দ্বন্দ্ব!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৪৮ পিএম

চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই পাকিস্তান-ভারত দ্বন্দ্ব!

ছবি: ইন্টারনেট

অনেক দেন-দরবারের পর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফির খেলা মাঠে গড়ানোর আগেই পাকিস্তান ও ভারতের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। নতুন ঝামেলা তৈরি করেছে ভারত। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক দেশ পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। আর এই খবর প্রকাশের পর রীতিমতো খেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসি টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও, সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। 

এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক হিসেবে থাকছে পাকিস্তানই। কিন্তু ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ নাম থাকতে পারবে না। ভারতের এমন আপত্তির খবর বের হওয়ার পর ক্রিকেটে রাজনীতি মেশানোর অভিযোগ করছে পিসিবি। 

নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা ভারতের এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পিসিবির ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম বলছে, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। 

খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!