বার্সেলোনা লা লিগায় ছিল বাজে ফর্ম। সেই ছায়া যেন ভর করেছিল চ্যাম্পিয়নস লিগেও। ভ্যাঞ্জেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় স্বাগতিক বেনফিকা। দ্বিতীয়ার্ধে আরেকবার দুই গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৯ গোলের থ্রিলার। চ্যাম্পিয়নস লিগের সুপার এইট নিশ্চিত করেছে কাতালানরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেনফিকার মাঠে ৫-৪ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন রাফিনিয়া।
বেনফিকা জয় হাতছাড়া করে সেরা আটের বেশ কাছে থাকার সুযোগ আপাতত হারালো। গ্রুপের সেরা আট দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। পর্তুগিজরা ১০ পয়েন্ট নিয়ে প্লে অফের জায়গা ১৮তম স্থানে নেমে গেলো।
গ্রিক স্ট্রাইকার পাভলিদিস দুই মিনিট যেতেই গোল করেন। ১১তম মিনিটে টমাস আরাউজো বক্সের মধ্যে আলেজান্দ্রো বালদেকে ফাউল করলে ভিএআরে পেনাল্টি পেলে রবার্ট লেভান্দোভস্কি গোল করে বার্সাকে সমতায় ফেরান।
পাভলিদিস আবার বেনফিকাকে এগিয়ে দেন। শেসনি বক্স ছেড়ে বেরিয়ে এলে খালি জালে বল জড়ান তিনি। আধঘণ্টা পার হতে কেরেম আক্তুরকগ্লুকে বার্সা কিপার ফাউল করলে পেনাল্টি থেকে ৩-১ করেন পাভলিদিস।
বেনফিকা কিপার আনাতলি ট্রুবিনের ভুলে বার্সা ব্যবধান কমায়। বল ক্লিয়ার করে তিনি রাফিনিয়াকে দেন। ব্রাজিলিয়ান তারকা সুযোগ কাজে লাগিয়ে ৬৪তম মিনিটে ব্যবধান ৩-২ করেন।
রক্ষণে বার্সার আরেকটি ভুলে বেনফিকা চার মিনিট পর আবার দুই গোলে এগিয়ে যায়। রোনাল্ড আরাউজো আত্মঘাতী গোল করেন। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে লেভান্ডোভস্কি জাল কাঁপান।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকরে পেদ্রির ক্রসে এরিক গার্সিয়ার লাফানো হেডে বার্সা সমতা ফেরায়।
ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে প্রতি আক্রমণ থেকে রাফিনিয়া জাল কাঁপালে বার্সা বুনো উল্লাসে মেতে ওঠে।
আপনার মতামত লিখুন :