ইউরোপা লিগে প্রথম তিন ম্যাচে ড্র করার পর টানা চার ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এতে টেবিলের চারে উঠে এসেছে রেড ডেভিলসরা।
ইউরোপা লিগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রেঞ্জার্সকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম হাফে কর্নার থেকে গোল করেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রতিপক্ষের গোলরক্ষককে ফাউল করায় তা বাতিল হয়ে যায়।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় ইউনাইটেড। রেঞ্জার্সের গোলরক্ষকের ভুলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যায় আমোরিমের দল। ম্যাচের ৮৮তম মিনিটে সিরিয়েল ডেসার্স রেঞ্জার্সকে সমতায় ফেরান। তাতে মনে হচ্ছিল ম্যাচটি ড্র হতে চলেছে। তবে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেস ম্যানইউর জয় নিশ্চিত করেন। লিসান্দ্রো মার্টিনেজের ক্রস টোকা দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ এই মিডফিল্ডার।
এই জয়ের ফলে এখনও ইউরোপা লিগে অপরাজিতই রইল ইউনাইটেড। ৭ ম্যাচে ৪ জয়ে ১৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রেঞ্জার্স।
এদিকে জয় পেয়েছে ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহ্যাম। জার্মান ক্লাব হোফেনহাইমকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে রয়েছে টটেনহ্যাম।
আপনার মতামত লিখুন :