ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাল বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:২২ এএম

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছিলেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। কিন্তু সিরিজের শেষ ম্যাচে জিতলে যেখানে নারী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ ছিল, সেই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।

এই ম্যাচে ১১৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২২.৩ ওভারেই তা পূর্ণ করে স্বাগতিকরা। এ হারে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা হারানোর পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও হারল বাংলাদেশ।

এখন বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ৬ দলের একটি বাছাইপর্বে অংশ নিতে হবে। ওই বাছাইপর্ব থেকে দুটি দল সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে খেলার। বাছাইপর্বে বাংলাদেশকে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ফারজানা হক ও শারমিন আক্তার। ধীরগতিতে খেলতে খেলতে দ্বিতীয় উইকেটে তারা অর্ধশত রানের পার্টনারশিপ তৈরি করেন। ফারজানা ২২ রানে আউট হলে শারমিন ৩৭ রান করে বিদায় নেন। এরপর একে একে অন্যান্য ব্যাটাররা ফিরে যান। ১১৮ রানে অলআউট হওয়ার আগে সোবহানা মোস্তারি ৬২ বল খেলে ২৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কারিশমা রামহারাক নেন সর্বোচ্চ ৪ উইকেট।

জবাবে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৫ রান। কিয়ানা জোসেফ ৩৯ এবং ডিয়ান্দ্রা ডটিন’র ৩৩ রানে ভর করে ম্যাচটি সহজেই নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।

আরবি/এফআই

Link copied!