সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার দ্বারপ্রান্তে ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। একাধিক ইনজুরির কারণে চলতি মৌসুমের বাকি সময় সৌদি প্রো লিগে নেইমারকে নিবন্ধন করা হবে না বলে জানিয়েছেন ক্লাবটির কোচ জর্জে জেসুস। এর ফলে নেইমার কেবল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন।
এই সুযোগ কাজে লাগিয়ে নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে ফেরাতে চায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ও দলবদলের বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, সান্তোস আল হিলালকে আনুষ্ঠানিকভাবে নেইমারকে ধারে নেওয়ার প্রস্তাব দিয়েছে। এমএলএসের একটি ক্লাবের সঙ্গে প্রতিযোগিতা করেও তারা নেইমারকে দলে ফিরিয়ে আনার পথে এগিয়ে যাচ্ছে।
চুক্তিটি সম্পন্ন হলে নেইমার ছয় মাসের জন্য সান্তোসে যোগ দেবেন। এছাড়া আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদও আছে ৬ মাস। অর্থাৎ সৌদি আরবে নেইমারের দুঃস্বপ্নের অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে।
২০২৩ সালের আগস্টে সৌদি প্রো লিগের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সৌদি আরবে তার সময়টা সুখকর ছিল না, ইনজুরির কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি। দেড় বছরের বেশি সময়ে ক্লাবটির হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন এবং একটি গোল করেছেন।
তবে সম্প্রতি দলবদলে মেজর লিগ সকার (এমএলএস)-এর দল ইন্টার মায়ামি নেইমারকে দলে নিতে আগ্রহী ছিল। সে ক্ষেত্রে আবারও মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীকে দেখতে পাওয়া যেত। তবে সান্তোসে ফিরে যাওয়ার সিদ্ধান্তই বেশি গুরুত্ব পাচ্ছে নেইমারের জন্য, কারণ তিনি শৈশবের ক্লাবে ফিরে নিজেকে পুনরুজ্জীবিত করতে চান।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করেছেন নেইমার। সান্তোসে যোগ দিলে সেখানে তিনি ইনজুরিমুক্ত হয়ে তার সেরা ফর্মে ফিরে আসতে পারেন, এমনটাই মনে করছে ক্লাবটি।
নেইমারের ব্রাজিলে ফিরে আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের সতীর্থরা। রাফিনহা বলেছেন, হাই লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নেইমারের ফিরে আসা আমাদের সবার জন্যই ভালো হবে।
আর ভিনিসিয়াস জুনিয়র বলেন, সান্তোসই তার জন্য সঠিক জায়গা, কারণ এটি তার ঘর।
আপনার মতামত লিখুন :