বিপিএল এখন শেষের দিকে। গত মাসে শুরু হয়েছে টুর্নামেন্ট। কিন্তু একই সময়ে আরও অনেক দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হচ্ছে, যে কারণে বিদেশি ক্রিকেটারদের পেতে হিমশিম খেতে হচ্ছে বিপিএলের দলগুলোকে।
বিদেশি খেলোয়াড় সংকটের এই সমস্যা থেকে উত্তরণের উপায় বাতলে দিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
তিনি বলেন, ‘আমার মনে হয় বিপিএল এমন একটা সময়ে হওয়া উচিত, যখন তিন-চারটি টুর্নামেন্ট থাকবে না, একটা থাকবে। তাহলে অনেক ভালো মানসম্পন্ন খেলোয়াড় পাওয়া যাবে। আগের বিপিএলে অনেক খেলোয়াড়ই ছিল। তখন এত টুর্নামেন্ট হতো না।’
তিনি আরও বলেন, ‘বাইরের দেশে অনেক টুর্নামেন্ট চলছে। অনেক খেলোয়াড় আগেই সাইন করে ফেলেছে অন্য লিগে। এখানে যারা খেলছে, আগে থেকেই ওসব টুর্নামেন্টে সুযোগ পায়নি। একসাথে তিন-চার টুর্নামেন্ট চললে অনেক কঠিন হয়ে যায়।’
গত ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স, যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ফিফটি করেছেন।
অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সে আসরে চতুর্থ জয় পেল টাইগার্সরা। মিরাজ বলেন, ‘আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। টিম কম্বিনেশনের জন্য বিভিন্ন পজিশনে খেলতে হচ্ছে। দুটি ম্যাচে ওপেন করেছি। দলে অনেক ব্যাটার ও অলরাউন্ডার আছে।
এখনো টিম সেট করতে পারিনি কাকে কোন জায়গায় খেলাব। এখন থেকে আশা করি সেট করতে পারব।’ তিনি আরও বলেন, ‘ইমরুল ভাই বসে আছেন, সুযোগ পেয়েছিলেন, আরও সুযোগ পেলে ভালো করতে পারেন।
অনেক বিদেশি বসে আছে। অলরাউন্ডার অনেকেই আছে খেলাতে পারছি না। ভালো ভালো খেলোয়াড় বসে আছে। আফিফের মতো খেলোয়াড়কে ড্রপ করেছে। রনি ভালো খেলছিল, তা-ও বসতে হয়েছিল। নাসুমও খেলেনি। টিম কম্বিনেশনের কারণে এমন হয়। এজন্য সেট করতে দেরি হচ্ছে।’
আপনার মতামত লিখুন :