শীর্ঘই পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম মেগা আসর। পাকিস্তানের মাটিতে আগামী মাসের শেষের দিকে অর্থাত ১৯ ফেব্রুয়ারি হতে যাওয়া এই আসরের আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে আয়োজক পাকিস্তান। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ তিন দেশের সিরিজ।
শনিবার (২৫ জানুয়ারি) এই তিনজাতি লড়াইয়ের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৮ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এভাবে প্রতিটি দল পরস্পর একবার করে মুখোমুখি হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।
ত্রিদেশীয় সিরিজের সূচী:
৮ ফেব্রুয়ারী: পাকিস্তান-নিউজিল্যান্ড (দিবা/রাত্রি), লাহোর
১০ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (দিবা/রাত্রি), লাহোর
১২ ফেব্রুয়ারি: পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা (দিবা/রাত্রি), করাচি
১৪ ফেব্রুয়ারি: ফাইনাল (দিবা/রাত্রি), করাচি
আপনার মতামত লিখুন :