ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

তাসকিনের নতুন ইতিহাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৯:০৪ এএম

তাসকিনের নতুন ইতিহাস

ছবি: সংগৃহীত

ম্যাচের উত্তেজনা তুঙ্গে। সাইফুদ্দিন নিজের লড়াই চালিয়ে যাচ্ছিলেন এবং তাকে সঙ্গ দিচ্ছিলেন রাকিবুল হাসান। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বল। তাসকিন আহমেদের বল সরাসরি আঘাত হানে রাকিবুলের প্যাডে। তাসকিনের আবেদনে আম্পায়ার তাৎক্ষণিক সাড়া দেন। আর তাতেই তৈরি হয় নতুন ইতিহাস।

ওই বলের মাধ্যমে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে তাসকিন বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন। রাকিবুলের উইকেট ছিল এই আসরের ২৪তম, যা ভেঙে দিল ২০১৮-১৯ বিপিএলে সাকিবের ২৩ উইকেটের রেকর্ড। সাকিব ১৫ ম্যাচে এই রেকর্ডটি গড়েছিলেন, আর তাসকিন তা করেছেন মাত্র ১১ ম্যাচে।

বিপিএলে এবার খুব বেশি লো-স্কোরিং ম্যাচ হয়নি। তবে রান উৎসবের বাইরে ক্রিকেটের আসল আনন্দও যে উপভোগ্য হতে পারে, তা যেন প্রমাণিত হল রংপুর রাইডার্স ও দুর্বার রাজশাহীর ম্যাচে। রাজশাহী ২ রানে জয় লাভ করল। যদিও এই ম্যাচের সবচেয়ে বড় অর্জন ছিল তাসকিন আহমেদের নতুন ইতিহাস।

তবে ম্যাচের মূল আলোচনায় ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। রংপুরকে একাই বিধ্বস্ত করেছেন তিনি, মাত্র ১৮ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিনও ম্যাচের নায়ক হতে পারতেন, ৩১ বলে ৫২ রান করে রংপুরকে ম্যাচে জীবিত রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী তাদের শক্তি প্রদর্শন করল, যা তাদের দুর্বার দল হিসেবে প্রতিষ্ঠিত করল।

এই দুর্বার ফর্মে তাসকিনেরও কিছু কৃতিত্ব রয়েছে। গতকালও তিনি দুটি উইকেট নিয়েছেন। এই জয়ে দুর্বার রাজশাহী এখনও সেমি ফাইনালের দৌড়ে টিকে রয়েছে। ২৪ উইকেট নিয়ে তাসকিন বিশ্বরেকর্ডের দিকে নজর দিতে পারেন। স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৩ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।

আরবি/এফআই

Link copied!