ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

ফিনার নিষেধাজ্ঞা এড়াতেই সাঁতারে বিদ্যমান কমিটি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১১:২৪ এএম

ফিনার নিষেধাজ্ঞা এড়াতেই সাঁতারে বিদ্যমান কমিটি

ছবি: সংগৃহীত

দুই বছর পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নিয়ম। কিন্তু গত ২০ বছরেও তা হয়নি সাঁতার ফেডারেশনে। এতেই আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের (ফিনা) নিষেধাজ্ঞার কবলে পড়ার উপক্রম হয়েছে বাংলাদেশের। 

এ সংকট থেকে উতরাতে এবার এজিএম করার সিদ্ধান্ত নিয়েছে সাঁতার ফেডারেশন। আর তাই তড়িঘড়ি করে বর্তমান কমিটিকেই বিদ্যমান হিসেবে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল রোববার সচিব মো. আমিনুল ইসলামের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

যদিও সেই প্রজ্ঞাপনে এজিএমের বিষয়টি উল্লেখ নেই। সাঁতার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়ার কথা, ‘দ্রুতই এজিএম করতে হবে আমাদের। নইলে দেশের সাঁতার ক্ষতির মধ্যে পড়ে যাবে। 

নিষেধাজ্ঞায় পড়তে হবে আমদের। তাই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছিলাম। সেই আবদেনে সাড়া দিয়ে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ক্রীড়াঙ্গনের অভিভাবক প্রতিষ্ঠানটি বর্তমান কমিটিকেই বিদ্যমান হিসাবে রেখেছে।’ 

জানা গেছে, রোববারই ছিল বর্তমান কমিটির মেয়াদের শেষ দিন। তাই পেন্ডুলামের মতো দুলতে থাকা লাল সবুজের সাঁতারুদের ভাগ্যরক্ষায় তড়িৎ সিদ্ধান্ত নিল ক্রীড়া পরিষদ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!