দলবদলের বাজারে বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ফের বড় খবর নিয়ে হাজির হয়েছেন। স্কাই ইতালিয়ার এই সাংবাদিকের খবর অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লিগে লাল-সবুজের প্রতিনিধি হামজা চৌধুরী ইতোমধ্যেই দলবদল সম্পন্ন করেছেন।
রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি টুইট করে জানিয়েছেন, হামজা চৌধুরী চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সম্পন্ন করেছেন। লেস্টার সিটির কোচ র্যুড ভ্যান নিস্টেলরয়ও জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে হামজা আগামী জুন পর্যন্ত শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে খেলার সুযোগ পাবেন।
শেফিল্ড ইউনাইটেডের নজরে বেশ কিছুদিন ধরেই ছিলেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর তাকে পেতে ক্লাবটি মরিয়া ছিল। চুক্তি অনুযায়ী, হামজা চলতি মৌসুমের বাকি অংশের জন্য শেফিল্ড ইউনাইটেডে লোনে খেলতে যাবেন। আর শেফিল্ড ক্লাবই তার বেতন পরিশোধ করবে। রোমানোর তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্তভাবে দলবদল সম্পন্ন হবে।
এদিকে, ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উঠে যাবে এবং তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো কোয়ালিফিকেশনে অংশ নেবে। আপাতত শেফিল্ড ইউনাইটেড লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, তবে শীর্ষে আছে লিডস ইউনাইটেড।
লেস্টার সিটি অবশ্য বর্তমানে খুব সুবিধাজনক অবস্থায় নেই। তারা ২৩ ম্যাচ শেষে অবনমন অঞ্চলের মাত্র এক ধাপ ওপরে, ১৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে অবস্থান করছে।
আপনার মতামত লিখুন :