ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

তিলক ভার্মার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১১:৩৭ এএম

তিলক ভার্মার বিশ্বরেকর্ড

তিলক ভার্মা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের ব্যাটার তিলক ভার্মা। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জিতেছে ভারত। এ

ই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থেকে সর্বোচ্চ ৩১৮ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন তিলক। এতদিন টানা অপরাজিত থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের টপ অর্ডার মার্ক চাপম্যানের। 

চার ম্যাচ অপরাজিত থেকে তিনি আউট হয়েছিলেন পঞ্চম ম্যাচে। আর তাতে এই কিউই তারকার রান দাঁড়ায় ২৭১ (৬৫*, ১৬*, ৭১*, ১০৪* ও ১৫)। তাকে ছাড়িয়ে আউট না হয়ে রান ৩১৮তে নিয়ে গেছেন তিলক। গত ম্যাচে আউট না হওয়ায় তার সামনে রানের অঙ্কটিকে আরও উঁচুতে নেওয়ার সুযোগ রয়েছে। 

সর্বশেষ চার টি-টোয়েন্টিতে তার রান ১০৭*, ১২০*, ১৯* ও ৭২*। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে (শনিবার) চেন্নাইয়ের পিচে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে ইংল্যান্ডকে। 

পিচে স্পিনার ও পেসারদের জন্য ভালো সহায়তা ছিল। ফলে ভারতীয় বোলারদের সামনে টানা দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। 

জস বাটলারের দল ১২.৩ ওভারে ১০৬ রান তুললেও ৬ উইকেট হারিয়ে বসে। ফলে বড় পুঁজি গড়ার শঙ্কায় পড়ে যায় ইংলিশরা। সেখান থেকে মূলত শেষ দিকে পেসার ব্রাইডন কার্সের ক্যামিওতে তারা ২০ ওভারে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ গড়ে। 

জবাবে ১৯.২ ওভারেই ভারতের জয় নিশ্চিত করেন তিলক ভার্মা। ৫৫ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ২২ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছেন। ম্যাচ-সেরা হন তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!