ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

‘টাকা না দিলে আমরা খেলবো না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১২:০৮ পিএম

‘টাকা না দিলে আমরা খেলবো না’

ছবি: সংগৃহীত

বিপিএলে এবার শুরু থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না। খেলাগুলো জমে উঠলেও, পেমেন্ট-ম্যানেজমেন্টসহ নানা বিতর্কিত ইস্যুতে মিডিয়াপাড়া সরগরম। আর পেমেন্ট ইস্যুতে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে দুর্বার রাজশাহীকে নিয়ে।

ইতোমধ্যে পেমেন্ট না পাওয়ার কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর শেষ ম্যাচে খেলেননি বিদেশি ক্রিকেটাররা। যদিও বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, একাদশে সর্বোচ্চ চারজন এবং কমপক্ষে দুইজন বিদেশি ক্রিকেটার থাকতে হয়। কিন্তু বিদেশিদের বয়কটের কারণে রাজশাহী এমন বিপদে পড়ে, শেষ পর্যন্ত বিসিবির কাছে আবেদন করে এবং ভাঙাচোরা দল নিয়ে মাঠে নামে তারা।

তবে, দেশের ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি যে কোনো অংশেই কম নয়, তা মাঠেই প্রমাণ করেছে তারা। তাসকিন আহমেদের নেতৃত্বে রাজশাহী রংপুর রাইডার্সকে ২ রানে হারাতে সফল হয়েছে।

তবে, জয়-পরাজয়ের চেয়ে সংবাদ সম্মেলনে বিদেশি ক্রিকেটারদের না খেলার বিষয়টি অনেক বেশি আলোচিত হয়। তাসকিন আহমেদ ম্যাচ শেষে জানালেন, রাজশাহীর ম্যানেজমেন্ট টাকা নিয়ে বিদেশি ক্রিকেটারদের হোটেল রুমে নক করলেও তারা দরজা খোলেননি।

তাসকিন বলেন, ‘আজকের (রোববার) শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা। শোনা গেছে, টিম ম্যানেজমেন্ট নাকি টাকা নিয়ে তাদের (বিদেশি প্লেয়ার) রুমে গিয়ে নক করেছে, কিন্তু তারা দরজা খোলেনি। সবাই কিছুটা আপসেট ছিল। উইকেট ছিল বেশ কঠিন, ১২০ রান সোজা ছিল না, ১৫-২০ রান কম ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা পুরস্কৃত হলাম।’

তিনি আরও বলেন, ‘আমার জীবনে এটা নতুন অভিজ্ঞতা। প্রথমে শেরাটনে বুকিং ছিল, পরে ওয়েস্টিনে গিয়েছি, কিন্তু সেখানে সব রুম পূর্ণ ছিল। এরপর হোটেল পরিবর্তন করলাম। বোর্ড থেকে ফোন দিয়ে বললো, “আসো, অন্তত খেলো।” বিদেশি ক্রিকেটারদেরও বলেছে, “পেমেন্ট ইস্যু না, তোমরা আসো।”’

তাসকিন আশা প্রকাশ করে বলেন, পরবর্তী ম্যাচে হয়তো বিদেশি ক্রিকেটাররা দলের সাথে যোগ দেবেন। পেমেন্ট ইস্যু সমাধানের জন্য বিসিবি টাকা দিতে প্রস্তুত, এমন আশ্বাসও তিনি পেয়েছেন বলে জানান।

তবে, তাসকিন কোনোভাবেই বিদেশি ক্রিকেটারদের বোঝাতে পারছেন না। তিনি বলেন, ‘আমি তাদের (বিদেশিদের) বলেছি, কিন্তু তারা বলেছে, “টাকা না দিলে আমরা খেলবো না।” আমি আর কী বলবো? আমিও তো প্লেয়ার। হাসি...।’

আরবি/এফআই

Link copied!