বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১০:০৮ এএম

বিপিএল

টানা তৃতীয় জয় রাজশাহীর, প্লে-অফের হাতছানি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১০:০৮ এএম

টানা তৃতীয় জয় রাজশাহীর, প্লে-অফের হাতছানি

ছবি: সংগৃহীত

দলে বড় কোনো তারকা না থাকা এবং পেমেন্ট জটিলতা সহ নানা সমস্যার কারণে টুর্নামেন্ট শুরুর আগে ‘দুর্বল’ রাজশাহী নামে পরিচিতি পায় দলটি। তবে এসব কিছু ছাপিয়ে মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাসকিন ও বিজয়েরা।

ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে জয় নিশ্চিত করেছে রাজশাহী। রংপুরকে টানা দুইবার হারানোর পর, গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেটকে ৫ উইকেটে পরাজিত করেছে তাসকিনের দল। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে তারা। তবে প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য খুলনা এবং চিটাগংয়ের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে রাজশাহীকে।

এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। বাকি দুটি জায়গার জন্য লড়াই করছে রাজশাহী, চিটাগং এবং খুলনা। গ্রুপ পর্বে চিটাগংয়ের ৩টি এবং খুলনার ২টি ম্যাচ বাকি রয়েছে। যদি চিটাগং কোনো ম্যাচ না জেতে বা খুলনা একটিতে হারে, তাহলে প্লে-অফে জায়গা পাবে রাজশাহী।

সোমবার (২৭ জানুয়ারি) সিলেট আগে ব্যাট করে রাজশাহীকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছিল। রাজশাহী জবাব দিতে নেমে ১৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরুতেই কিছুটা বিপাকে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই সাব্বির হোসেন (০) আউট হন। এরপর ৬ বলে ১১ রান করে ফেরেন ওপেনার জিশান আলম।

এ দিন ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। এনামুল (০) এবং ইয়াসির ২ রানে আউট হলে রাজশাহী দলীয় ২২ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে পরে রায়ান বার্লকে নিয়ে হাল ধরেন আকবর আলী। দুজনের ব্যাটে ভর করে রাজশাহী ফিরে আসে এবং জয় অর্জনের পথে এগিয়ে যায়। আকবর ৩৮ বলে ৪৩ রান করে ক্যাচ আউট হন, কিন্তু তারপর এসএম মেহরবের ৫ রান এবং ৩৪ বলে রায়ান বার্লের অপরাজিত ৪৮ রানের দারুণ ইনিংসে রাজশাহী ১৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় পায়।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট শুরুতেই সমস্যায় পড়ে। ওপেনার আরিফুল ইসলাম ৯ বলে ৭ রান করে আউট হন, এরপর সাইমুল্লাহ শিনওয়ারি ১২ বলে ৯ রান করেন। পরবর্তী সময়ে সাজ্জাদুল হক (০), জাকের আলী (১৭), জাকির হাসান (২৪), কাদেম অ্যালাইন (১) এবং তানজিম সাকিব (২) আউট হলে সিলেট দলীয় ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে।

শেষ পর্যন্ত আহসান ভাট্টি ২১ বলে ২৫ রান এবং সুমন খান ১০ বলে অপরাজিত ২০ রান করে দলের সংগ্রহ ১১৭ রানে নিয়ে আসে।

আরবি/এফআই

Link copied!