২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ অর্জনের লক্ষ্যে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে সফর করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে তারা আগেই সে সুযোগ হাতছাড়া করে।
পূর্ণাঙ্গ সিরিজে ওয়ানডেতে এক ম্যাচ জিতলেও, টি-টোয়েন্টিতে বাংলাদেশের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। শনিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে তারা সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত এই দুই ফরম্যাটের ৬ ম্যাচের মধ্যে শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে। সফরকারী ব্যাটাররা এদিন কার্যত ব্যর্থতার পরিচয় দেয়। যদিও বোলাররা লড়াইয়ের চেষ্টা করেছিল, তবে সেটা ১৮.৩ ওভার পর্যন্তই টিকে ছিল। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা দেখেশুনে করলেও ২৪ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে (১২ বলে ১৩ রান) হারায়। আরেক ওপেনার দিলারা আক্তার ঝড়ো শুরু করলেও ১৬ বলে ২১ রান করে ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে আউট হন শারমিন আক্তার (৬), তাজ নেহার (১০) ও লতা মন্ডল (৫)। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৩ বলে ৩৩ রানের এক ধীরগতির ইনিংস খেলেন, তবে তার প্রচেষ্টা যথেষ্ট ছিল না।
ফলস্বরূপ, বাংলাদেশ ২০ ওভারে ১০৪ রান করতে পারে। ক্যারিবীয় দলের পক্ষে জ্যানেলিয়া গ্লাসগো সর্বোচ্চ ৩ উইকেট নেন, আর জেইদা জেমস, অ্যাশমেনি মুনিসা এবং অ্যাফি ফ্লেচার ১টি করে উইকেট নেন।
আপনার মতামত লিখুন :