ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

বিপিএলের প্লে-অফ সমীকরণ: কে কোথায়?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১০:২১ এএম

বিপিএলের প্লে-অফ সমীকরণ: কে কোথায়?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের প্লে-অফের চূড়ান্ত সমীকরণ জমে উঠেছে। বিপিএলের নিয়ম অনুযায়ী, টেবিলের প্রথম দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার, যেখানে হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। কারণ, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সাথে জিতলে ফাইনালে চলে যাবে।

আসরের শুরুতে দুর্দান্ত খেলা রংপুর রাইডার্স গ্রুপ পর্বের শেষ দিকে এসে ছন্দ হারিয়েছে। ৮ ম্যাচ টানা জয়ের পর তারা পরবর্তীতে টানা ৪ ম্যাচ হেরেছে। ফলে কোয়ালিফায়ারে সরাসরি সুযোগ পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে তাদের সামনে।

রংপুরের পয়েন্ট এখন ১২ ম্যাচে ১৬। তারা তালিকার দুইয়ে রয়েছে। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল সবার ওপরে রয়েছে।

শেষ ম্যাচে খুলনার প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ঢাকাকে হারাতে পারলে প্লে-অফ নিশ্চিত হবে খুলনার। তাদের রাজশাহীর সমান পয়েন্ট হলেও রানরেটের দিক থেকে এগিয়ে থাকবে তারা। তবে খুলনা হারলে রাজশাহী সুপার ফোরে সুযোগ পাবে।

এদিকে, কোনো সমীকরণেই নেই ঢাকা এবং সিলেট ফ্র্যাঞ্চাইজির। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬, তারা ষষ্ঠ অবস্থানে। সিলেট স্ট্রাইকার্স ১২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে অবস্থান করছে।

আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম প্লে-অফ। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় প্লে-অফের পর ৭ ফেব্রুয়ারি বিপিএলের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরবি/এফআই

Link copied!