ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

ফিক্সিংয়ের দায়ে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০১:১১ পিএম

ফিক্সিংয়ের দায়ে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বিপিএল-এ স্পট ফিক্সিংয়ের অভিযোগে সাবেক রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের নির্দেশনায় ইমিগ্রেশন বিভাগ এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

এবারের বিপিএলের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। তবে পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক করা হয়। এরপর ক্রিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেশ কিছু সন্দেহজনক ঘটনা আসে। যার মধ্যে রাজশাহীর শেষ তিন ম্যাচে অদ্ভুতভাবে জয় পাওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া এনামুলের ফেসবুক পোস্টেও বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়। যেখানে বলিউড মুভি পুষ্পার ডায়লগহ ব্যবহার করে লিখেন, ‘আমাকে নিয়ে বিপিএলে এত নিউজ দেখে ভালো লাগছে।’

এনামুল হক বিজয়ের সাথে আরও কিছু ক্রিকেটারও ফিক্সিংয়ের সন্দেহে রয়েছেন। তাদের মধ্যে রাজশাহীর সোহাগ গাজী ও শফিউল ইসলাম; ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা, শুভাম রাঞ্জানে, মোহর শেখ অন্তর, আলাউদ্দিন বাবু; সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হোসেন ও আল আমিন হোসেন এবং চট্টগ্রাম কিংসের মোহাম্মদ মিঠুনও রয়েছেন।

আরবি/এফআই

Link copied!