ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

রাজশাহীর বিদায়, মিরাজে চড়ে প্লে-অফে খুলনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:০০ পিএম

রাজশাহীর বিদায়, মিরাজে চড়ে প্লে-অফে খুলনা

ছবি: সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জিতলেই প্লে-অফ- এমন সমীকরণে ভুল করেনি খুলনা টাইগার্স। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে কাজটা সহজেই সেরেছেন দলনেতা মেহেদী হাসান মিরাজ। ঢাকা ক্যাপিটালসকে হারাতেই মিলেছে বিপিএল প্লে-অফের জটিল অঙ্ক।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকাকে ১২৩ রানে আটকে দেয় খুলনা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক মিরাজের দুর্দান্ত এক ফিফটিতে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। মিরাজদের সমান ১২ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে ছিটকে গেছে দুর্বার রাজশাহী। 

খুলনা ছাড়াও শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। ফরচুন বরিশাল খেলবে সরাসরি কোয়ালিফায়ার ম্যাচ। রাতের ম্যাচে নিশ্চিত হবে চিটাগং না রংপুরÑ কারা হবে রংপুরের প্রতিপক্ষ।

মিরপুরের তার আগে শেষ চারের অঙ্ক মিলিয়ে দিয়েছেন মিরাজ ব্রিগেড। ঢাকার বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা। কিন্তু এক ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া দলটির কোনো ব্যাটার নিজেদের মেলে ধরতে পারেননি। 

ঢাকার হয়ে ইনিংস শুরু করতে নেমে ৭টি বিশাল ছক্কার সঙ্গে এক চারে ৫৮ রান করেন এই তরুণ ব্যাটার। তানজিদ বাদে ঢাকার পক্ষে দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন কেবল তিন ব্যাটার। সে তিনজনের মধ্যে সর্বোচ্চ ২০ রান এসেছে সাব্বির রহমানের ব্যাটে। 

বাকি সময়ে কেউ দাঁড়াতে পারেননি ঠিকঠাক। দ্রুত উইকেট হারাতে থাকা ঢাকা খুব বেশি রানও করতে পারেনি। খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন উইলিয়াম বোসিস্তো ও হাসান মাহমুদ। বাকি সব বোলার নেন একটি করে উইকেট।  রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। 

ওপেনার নাঈম শেখের ব্যর্থতার পর শূন্য রানে বিদায় নেন তিনে নামা আফিফ হোসেন। এরপর মিরাজকে সঙ্গ দেন অ্যালেক্স রস। তৃতীয় উইকেটে তারা ৬৮ রানের জুটি গড়েন। ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করে মিরাজ এগোতে থাকলেও ২২ রান করে ফেরেন রস। বাকিটা অবশ্য সম্পন্ন করে ফেলেন মিরাজ। 

৫৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭৪ রানে অপরাজিত থাকেন মিরাজ। ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ। এর আগে ২০ বলে ১৮ রান করেন উইলিয়াম বোসিস্তো। ঢাকার হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। তবে তাতে খুলনার প্লেঅফ খেলা আটকায়নি এতটুকুও!

রূপালী বাংলাদেশ

Link copied!